জাতীয়

আবারও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

আবারও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
আবারও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করলো বাংলাদেশ। ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ। এর  ফলে দেশের ৫৪ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯ টায় এ রেকর্ড হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল রাত ৯ টায় দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল ১৬ হাজার ২৩৩  মেগাওয়াট। আজ সেটাও টপকে গেছে। প্রসঙ্গত, চলতি মৌসুমে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা উঠেছিলো  প্রায় ১৮ হাজার মেগাওয়াট। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | বিদ্যুৎ | উৎপাদনে | রেকর্ড