বাংলাদেশ

রাজধানীর নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১

রাজধানীর নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১
রাজধানী নিকুঞ্জ-২ এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৩০ এপ্রিল) বিকেলে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা গণমাধ্যমকে আরও বলেন, ‘রাজধানীর নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।  ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। তারা  ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনেন।  তবে আহত এক ব্যক্তিকে  উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর | নিকুঞ্জে | আবাসিক | ভবনে | বিস্ফোরণ | আহত | ১