সম্প্রতি পূজা চেরী-আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সিনেমা নিয়ে কথা বলছেন।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ঢালিউডের এই নায়িকা।
ওই অনুষ্ঠানে পূজা বলেন, ‘আসলে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন উৎসব-পার্বণে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে খুব ভালো ফিডব্যাক আমি পেয়ে আসছি। এখন পর্যন্ত আসলে সবার খুব প্রশংসা পাচ্ছি। দিন যত যাচ্ছে, অভিনয় দক্ষতাটা আরও বাড়ানোর চেষ্টা করছি। যদিও আমি অতটা ভালো পারি না; কিন্তু চেষ্টা করি।’
অভিনেত্রী বলেন, “লিপস্টিক” ছবি নিয়ে একজনের কাছ থেকেও নেতিবাচক মন্তব্য পাইনি। “পোড়ামন-২”-এর মতো “লিপস্টিক”ও ধীরে ধীরে হিট হতে পারে। শুধু একটু ধৈর্যের বিষয়।’
‘লিপস্টিক’ ছবিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন আলোচিত অভিনেতা জায়েদ খানও। এ ছবিতে জায়েদ খানের অভিনয় প্রসঙ্গে উপস্থাপক জানতে চাইলে পূজা চেরী বলেন, ‘তার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। তিনি খুবই ভালো মানুষ। ভালো... ‘
এসময় তিনি আরও বলেন, ‘ এবার হলে গিয়ে সিনেমা দেখা হয়নি। ব্যস্ত আছি। “লিপস্টিক”-এর জন্য হলে হলে দৌড়াচ্ছি। সামনের ঈদে মুক্তির অপেক্ষায় আছে “মাসুদ রানা”। ওটা নিয়ে ব্যস্ত আছি।’
শাকিব খানের প্রযোজনায় ‘মায়া’ সিনেমায় পূজা চেরীর অভিনয় করার কথা ছিলো। তবে তার জায়গায় এখন অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে পূজা চেরী বলেন, ‘আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি। “মায়া”র গল্পও ভালো। তবে ব্যাটে-বলে মেলেনি। সামনে হয়তো হবে।’
প্রসঙ্গত, শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরী। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর হয়েছেন চিত্রনায়িকা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রয়োজনার ছবি ‘নূর জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই রুপালি পর্দার নায়িকা হিসেবে নাম লেখান।
মাত্র ১৪ বছর বয়সেই সিনেমার নায়িকা হওয়া সম্ভব হয়েছিল জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসভিএফ এন্টারটেইনমেন্ট ও রাজ চক্রবর্তী প্রোডাকশন এর জন্য। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতেও।একই বছর তিনি পোড়ামন ২ চলচ্চিত্রে পরী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।