আন্তর্জাতিক

জাতিসংঘের অস্তিত্ব হাতে গোনা কয়েকদিন, হুমকি দিলো ইসরায়েল

জাতিসংঘের অস্তিত্ব হাতে গোনা কয়েকদিন, হুমকি দিলো ইসরায়েল
আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করেই  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। কারও নিষেধও পরোয়া করছে না। এতো গেলো যুদ্ধের ময়দানের কথা। জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা হবে ইসরায়েলের কথা। খোদ জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলি দূত গিলাদ এরদান বিস্ফোরক মন্তব্য করলেন সংস্থাটির স্থায়িত্ব নিয়ে। নিজেদের মধ্যে কোন্দল থাকলেও এই কথাটি হয়তো বিশ্বের পরাশক্তিধর দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সও বলতে পারতো না। সেই কথাটি উচ্চস্বরে  বললেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত গিলাদ এরদান। ইউএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিষয় নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে সংস্থাটির কঠোর সমালোচনা করে ইসরায়েলি এ কূটনীতিক জানান, ‘জাতিসংঘের অস্তিত্ব আর মাত্র হাতে গোনা কয়েক দিন রয়েছে।’ এ সময় তার এই বক্তব্যকে মনে রাখার জন্য তাগিদও দেন এরদান। ইসরায়েলি এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘অচিরেই বিশ্ব জেগে উঠবে আর জাতিসংঘের ডেকে আনা বিপর্যয় দেখতে পাবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতিসংঘের পতন নিয়ে পড়াশোনা করবে। তাদের পাঠসূচিতে থাকবে সংস্থাটির নৈতিক অধঃপতন ও অন্ধত্ব বিষয়ক অধ্যায়। গিলাদ এরদান আরও বলেন, খুব শিঘ্রই নতুন একটি বৈশ্বিক সংস্থা গড়ে উঠবে যেখানে থাকবে  শক্তিশালী নৈতিক ভিত্তি, গণতান্ত্রিক মূল্যবোধ। সেখানে থাকবে না সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার কোনো ইচ্ছা। জাতিসংঘের বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি এ কূটনীতিক জানান, জাতিসংঘের অস্তিত্ব আর মাত্র হাতে গোনা কয়েক দিন রয়েছে। তার এই বক্তব্য জাতিসংঘের সদস্যভূক্ত রাষ্ট্রগুলোকে মনে রাখার অহবানও জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি এই রাষ্ট্রদূত। এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘের | অস্তিত্ব | হাতে | গোনা | কয়েকদিন | হুমকি | দিলো | ইসরায়েল