আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলি; নিহত আট

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলি; নিহত আট
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরও আটজন বিক্ষোভকারী। আজ শুক্রবার দেশটির অংবান শহরে সামরিক অভ্যুত্থানবিরোধীদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ-এরেউদ্বৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে অংবান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় অন্তত সাতজন। পরে আহত একজনকে পাশের কালাও শহরের একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। গেল এক ফেব্রুয়ারির পর থেকে মিয়ানমারের চলমান বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৩২ জন। এ তথ্য দিয়েছে রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এএপিপি। মিয়ানমারে সামরিক বাহিনীর নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভ চলছে। সেনা অভ্যুত্থানের অবসান ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজপথে রয়েছে মিয়ানমারের সাধারণ জনগণ।   এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | নিরাপত্তা | বাহিনীর | গুলি | নিহত | আট