আর্কাইভ থেকে বাংলাদেশ

দেড় মাস আগে ওমানে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরল যুবক

দেড় মাস আগে ওমানে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরল যুবক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দেড় মাস আগে নিজের জীবন পরিবর্তন করার জন্য পাড়ি দেন হাতিয়ার যুবক মির্জা আকবর (২৫) কিন্ত তা আর হয়নি। বাড়িতে ফিরতে হলো কফিনবন্দি লাশ হয়ে।

গেলো শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় বাড়িতে মরদেহ  পৌঁছালে পরিবার এবং প্রতিবেশীদের কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

মির্জা আকবর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে। তিনি চলতি বছরের জুন মাসে ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান।

গেলো  ২৪ জুলাই (রোববার) রাতে ওমানের রাজধানী মাস্কাটের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান মির্জা আকবর। শুক্রবার (২৯ জুলাই) রাত ৯টায় হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষ্মীদিয়া ল্যাঙ্গার বাজার আলী সরদারের মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

মির্জা আকবরের বন্ধু আবদুর রহমান বলেন, মির্জা আকবর ভাগ্য পরিবর্তনের জন্য ১ মাস ১৫ দিন আগে ওমানে যায়। কিন্তু আজ ফিরল লাশ হয়ে। তার মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

হাতিয়া পৌরসভার মেয়র বলেন, ছেলেটার বাবা নেই। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অনেক টাকা খরচ করে বিদেশ গিয়েছিল। কিন্তু দেড় মাস পর কফিনবন্দি হয়ে ফিরল।

এ সম্পর্কিত আরও পড়ুন দেড় | মাস | আগে | ওমানে | গিয়ে | কফিনবন্দি | হয়ে | ফিরল | যুবক