আন্তর্জাতিক

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সুরে একই কথা বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  কোনো রাখঢাক না রেখেই স্পষ্ট করে বললেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। ভারতীয় সংসদে এ বিষয়ে একটি সংশোধনী রয়েছে যেখানে বলা হয়েছে, এটি ভারতেরই অংশ।’ রোববার (৫ মে) ভারতের ‍পূর্বাঞ্চলীয় ওড়িশা প্রদেশের কটকে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনও দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কীভাবে পেল?’ এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা অবশ্যই জানেন, কোনও বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকলে সেই বাড়িতে চুরি করতে বাইরের লোক সুযোগ পায়। কাশ্মীরের ক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভূখণ্ড থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল।’ কাশ্মীর ইস্যুটি নিয়ে ভারতের জনগণ সচেতন রয়েছে উল্লেখ করে নরেন্দ্র মোদি প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবারও ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম কারণ আমাদের এটি ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা আবারও ফিরে এসেছে।’ অপর এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর বলেন, ‘জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা অনেক আগেই বাতিল করা উচিত ছিলো। ৩৭০ ধারা কার্যকর থাকাকালীন জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা বেড়েছে।এখন না থাকায় তা কমে গেছে বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, চলতি বছরের ১৪ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রোগ্রাম ‘আপ কি আদালতে’ অংশ নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মানুষ ভারতের অংশ হতে চাইছে। আমরাও এ ব্যাপারে আশাবাদী যে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে।’ রাজনাথ সিং বলেন, ‘আমি দেড় বছর আগেই বলেছিলাম, ‘ওই কাশ্মীরে আমাদের হামলা না করলেও চলবে। সেখানে পরিস্থিতি এখন এমন হয়েছে যে, মানুষ ভারতের অংশ হতে চাইছে।পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিন্তু আমাদের ছিল। এখনো আমাদের বলেই মনে করি। আমি আশা করছি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে।’ এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | অধিকৃত | কাশ্মীর | ভারতেরই | অংশ | এস | জয়শঙ্কর