আন্তর্জাতিক

হঠাৎ কেন ইসরাইলে অস্ত্র সরবারহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র?

হঠাৎ কেন ইসরাইলে অস্ত্র সরবারহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
হঠাৎ করে ইসরাইলে অস্ত্র পাঠানো স্থগিত করলো বাইডেন প্রশাসন। গেলো বছরের ৭ অক্টোবরের পর এবারই প্রথম ইসরাইলের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিলো।খবর- জেরুজালেম পোস্ট। আর এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি দুজন কর্মকর্তা জানায়, ওয়াশিংটনের নির্দেশে এইসব অস্ত্র ও গোলাবারুদ পাঠানো স্থগিত করা হয়েছে। এসব অস্ত্র ইসরাইলের নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) পাওয়ার কথা ছিলো। প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে হোয়াইট হাউস এখনো কোন ব্যাখ্যা দেয় নি। তবে কিছু মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, ইসরাইলকে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়া হ্রাস করা, গাজায় ত্রাণ-সামগ্রী প্রবেশে বাধা না দেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন, কিন্তু ইসরাইল সেসবে কর্ণপাত করেনি। সর্বশেষ গাজার দক্ষিনাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র। সেই নির্দেশনাও মানে নি ইসরায়েল। গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এনএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন হঠাৎ | কেন | ইসরাইলে | অস্ত্র | সরবারহ | স্থগিত | করলো | যুক্তরাষ্ট্র