আর্কাইভ থেকে বাংলাদেশ

বাদিয়াখালী আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে গণ অনশন

বাদিয়াখালী আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে গণ অনশন

গাইবান্ধা সদরের বাদিয়াখালী রেল ষ্টেশনে আন্ত:নগর দোঁলনচাপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে গণ অনশন কর্মসুচি পালিত হয়েছে।

আজ  শনিবার (৩০ জুলাই) দুপুরে দোঁলনচাপা যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সর্বস্তরের এলাকাবাসি এই কর্মসুচিতে অংশ করেন।
 
মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, আদিবাসি বাঙ্গালী সংহতি পরিষদের গাইবান্ধা সদরের আহবায়ক গোলাম রব্বানী মুছাসহ আরও অনেকে।

বক্তারা বলেন,দোঁলনচাপা এক্সেপ্রেস শান্তাহার-পঞ্চগড় রুটে চলাচল করে। বাদিয়াখালী গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ১২ কি.মি দুরে হওয়ায় ফুলছড়ি, পলাশবাড়ী,সাঘাটার বিভিন্ন এলাকার মানুষ এই স্টেশন থেকে জেলা শহর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, শান্তাহার, লালমনিরহাটে কম খরচে যাতায়াত করতো। ব্যবসায়ীরাও সহজে মালামাল পরিবহন করতেন। কিন্তু যাত্রা বিরতি এখন না থাকায় সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতির উপরে। বিভাগীয় শহরে শিক্ষা ও চিকিতসা গ্রহনেও সমস্যা হচ্ছে। অনশন চলাকালে এক পর্যায়ে দোঁলনচাপা দ্রুতগতিতে স্টেশন অতিক্রম করার সময় স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে শ্লোগান দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাদিয়াখালী | আন্তনগর | ট্রেন | যাত্রা | বিরতির | দাবিতে | গণ | অনশন