আর্কাইভ থেকে বাংলাদেশ

স্ব-ঘোষিত মাদক বিজ্ঞানী গ্রেপ্তার

স্ব-ঘোষিত মাদক বিজ্ঞানী গ্রেপ্তার

কুশ নামে নতুন এক মাদক তৈরী ও বিক্রি চক্রের মূলহোতা ওনাইসি ওরফে রেয়ার সাঈদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয়েছে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশীয় মুদ্রা। মাদক ও মাদক তৈরির সরঞ্জাম এবং মাদক চাষের পদ্ধতি সম্পর্কিত বই। 

আজ মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এসব মাদক অভিজাত শ্রেণির পার্টিতে চলে বেশি। স্নায়ু উদ্দীপক এসব মাদক দেশে প্রচলিত মাদকের চেয়ে ৪০-৫০ গুণ ক্ষমতাসম্পন্ন। উদ্ধার করা সব মাদকই বিদেশ থেকে আনা হয়েছে।

র‍্যাব বলেছে, গ্রেপ্তার সাঈদ কুশ মাদক নিয়ে অধ্যায়ন করে মাদক বিজ্ঞানী হওয়ার পরিকল্পনা করেছিলো। এক্ষেত্রে বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরঞ্জাম আনিয়ে মাদক তৈরী করতো।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বঘোষিত | মাদক | বিজ্ঞানী | গ্রেপ্তার