দেশজুড়ে

প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেপ্তার ২

প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেপ্তার ২
সরকারি ঠিকাদারি কাজে অনৈতিক ও অবৈধ সুবিধা না পেয়ে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ভয়ভীতি ও হত্যার হুমকি-ধামকি দেয়ার অভিযোগে ঠিকাদারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ১১ মে ) সকালে তাদেরকে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে  বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন  অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। পুলিশ জানায়, গেলো ৮ মে  দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্মকর্তাগণ মিটিংয়ে থাকা অবস্থায় ১৪ থেকে ১৫ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর  রুমে ঢুকে অনৈতিকভাবে বিভিন্ন ঠিকাদারি কাজ দাবি করেন। দাবি না মানায় নির্বাহী প্রকৌশলীকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। এ ঘটনায় ১০ মে রাতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারি এলাকার জামাল উদ্দিন তোতনের ছেলে ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও কালাচাঁদপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. আকাশ। জেড/এস

এ সম্পর্কিত আরও পড়ুন প্রকৌশলীকে | হত্যার | হুমকি | ঠিকাদারসহ | গ্রেপ্তার | ২