সবশেষ হিসেব অনুযায়ী দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলেও গেলো ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।। এ সময়ে দেশে আরও ৭৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার (১ আগস্ট) ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ২১ জন ঢাকার বাহিরে চিকিৎসাধীন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত নতুন ৭৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এরমধ্যে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩৩ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ হাজার ১১১ জন। সবশেষ হিসাব অনুযায়ী এ বছর ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।