ক্রিকেট

শাহীনের মাইলফলকে শহীদ আফ্রিদির উচ্ছ্বাস

শাহীনের মাইলফলকে শহীদ আফ্রিদির উচ্ছ্বাস
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছে পাকিস্তান। রবিবারের ম্যাচটি বেশ দাপটের সাথেই জিতে নেয় সফরকারী দল। যদিও আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা নেহায়েত কম ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজ দেশের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি একটি পোস্ট দিয়েছেন। যেখানে পাকিস্তানের জয় উদযাপন করেছেন তিনি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে পাকিস্তানকে। এবার অবশ্য তেমনটি হয়নি। আফ্রদির পোস্টে আলাদাভাবে মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান'দের কথা উঠে এসেছে। যাদের ম্যাচজয়ী ব্যাটিং ভূমিকা রেখেছে সিরিজ সমতায় ফেরাতে। এছাড়াও শাহীন শাহ আফ্রিদিকেও অভিনন্দন জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার। আফ্রিদি লিখেছেন, "আমাদের এই জয়টি দরকার ছিল। ভালো করেছ দল। যেভাবে রিজওয়ান ও ফখর খেলেছে, তা দারুণ। আমাদের এই একইরকম মনোভাব থাকতে হবে বিশ্বকাপে, একইরকম স্ট্রাইক রেট ধরে রাখতে হবে বেশিরভাগ ব্যাটারদের। শাহীনকে অভিনন্দন তার ৩০০তম আন্তর্জাতিক উইকেট পাওয়ার জন্য। খুব ভালো করেছ।" আয়ারল্যান্ডের লক্ষ্যমাত্রা মোকাবিলা করতে যেয়ে পাওয়ারপ্লে'তে বাবর আজম ও সাইম আইয়ুব ফিরে যান। তবুও দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে ঠিকই ফিরে এসেছে তারা। রিজওয়ান ও বাবর দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। আজম খান খেলেন দরকারি এক ক্যামিও ইনিংস। ফলে সিরিজটি ১-১ সমতায় ফেরে সহজেই।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন শাহীনের | মাইলফলকে | শহীদ | আফ্রিদির | উচ্ছ্বাস