বিনোদন

ফাঁদ পেতে হাতেনাতে পাকড়াও সালমানের বাড়ির আরেক হামলাকারী

ফাঁদ পেতে হাতেনাতে পাকড়াও সালমানের বাড়ির আরেক হামলাকারী
সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আগেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম। এই অভিযুক্তের নাম হ্যারি ওরফে হরপাল, যাকে ফতেহাবাদের ভিরদানা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় ষষ্ঠ গ্রেপ্তার। এর আগে পঞ্চম অভিযুক্তকে ৭ মে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়। হ্যারিকে ধরতে পুলিশ চারদিন ধরে ভিরদানা গ্রামে ক্যাম্প করেছিল। দু’দিনের ট্রানজিট রিমান্ডে হ্যারি ক্রাইম ব্রাঞ্চ টিম হ্যারি ওরফে হরপালকে আদালতে পেশ করে তার ৪ দিনের ট্রানজিট রিমান্ড চায়। কিন্তু, আদালত হ্যারি ওরফে হরপালকে মাত্র দুই দিনের ট্রানজিট রিমান্ড দেয়। এরপর হ্যারিকে নিয়ে মুম্বই রওনা হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের টিম। জিজ্ঞাসাবাদে আসামিদের নাম জানা যায় সূত্রের খবর, ক্রাইম ব্রাঞ্চের দলটি প্রায় চার দিন ভিরদানায় ছিল। সেখানকার মোবাইলের দোকানগুলোতে তদন্ত করে হ্যারি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করে। জানা যায়, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সমস্ত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছিল এবং তাতে হ্যারি ওরফে হরপালের নাম উঠে এসেছিল। হ্যারি ওরফে হরপাল মোবাইল ফোনের মাধ্যমে গ্রেপ্তারকৃত সব অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করছিলেন। এছাড়া আসামিদের সঙ্গে লেনদেনও ছিল তার। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম এখনও পর্যন্ত যে ছয়জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো দুই শার্প শুটারও রয়েছে। এই অভিযুক্তদের মধ্যে একজন, অনুজ থাপন। কিছুদিন আগেই যিনি পুলিশ লকআপে আত্মহত্যা করেছিলেন। তিনি পঞ্জাবের বাসিন্দা এবং পুলিশ হেফাজতে জেলে ছিলেন। এই মামলায় সাগর পাল, ভিকি গুপ্তা, অনুজ থাপন এবং সোনু বিষ্ণোইয়ের বিরুদ্ধে মকোকা জারি করেছিল ক্রাইম ব্রাঞ্চ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ভাই আনমোলও এই গুলিবর্ষণের মামলায় অভিযুক্ত। এই দু’জনের নির্দেশে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়েছিল এবং তার কিছুদিন আগে রেকিও করা হয়েছিল। সালমান খানের নিরাপত্তা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের হুমকির পরে সলমানের নিরাপত্তা ২০২২ সালে Y-প্লাস করা হয়েছিল। তবে এমন নানা ঘটনাতেও সলমানের কুছ পরোয়া নেহি। তিনি অকুতোভয় বলা চলে। নিজের মর্জিতে দিব্যি ঘুরে বেরিয়েছেন। তবে তাঁর পরিবার থেকে ভক্তেরা রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ফাঁদ | পেতে | হাতেনাতে | পাকড়াও | সালমানের | বাড়ির | আরেক | হামলাকারী