ক্রিকেট

মাঠ থেকে দূরে থাকতে চান না রিশাব পান্ট

মাঠ থেকে দূরে থাকতে চান না রিশাব পান্ট
দিল্লি ক্যাপিটালস নিজেদের শেষ লিগ ম্যাচটি খেলে নিয়েছে। এদিকে দিল্লির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন রিশাব পান্ট। পান্টের সংগ্রহে ৪৪৬ রান, ১৩ ম্যাচ খেলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই ব্যাটার, তেমন প্রত্যাশা রয়েছে সমর্থকদের। সবসময় মাঠেই থাকতে চান পান্ট। সে কথা প্রকাশ করলেন মঙ্গলবার দিল্লির ম্যাচ জয়ের পর। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৯ রানে জয় পায় দিল্লি। ম্যাচটিতে ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন পান্ট। অধিনায়কের ভূমিকা পালন করছেন তিনি। ভয়ানক এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। দিল্লির নেতৃত্বে পান্টকে দেখা যাবে কি না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল- তবে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েই এসেছেন তিনি। মঙ্গলবারের ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে দিল্লি। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান পর্যন্ত তুলতে পারে লক্ষ্ণৌ। ম্যাচ শেষে পান্ট বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, মাঠে ফিরতে পারা- এটা দারুণ এক ব্যাপার। যেভাবে পুরো ভারত থেকে আমি সমর্থন পেয়েছি- এটা দেখতে পারা খুব হৃদয়ঙ্গম ব্যাপার।" পান্ট যেখানেই খেলেন, সেখান থেকেই সমর্থন খুঁজে পান- এ কথাটিও জানান তিনি। তিনি মাঠ থেকে দূরে থাকতে চান না। সবসময় মাঠের আশপাশে, মাঠের ভেতরে থাকতে চান- এমন অনুভূতি প্রকাশ করেছেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন মাঠ | দূরে | থাকতে | চান | রিশাব | পান্ট