জাতীয়

প্রতিমন্ত্রীর ভাইয়ের মনোনয়ন বাতিল

প্রতিমন্ত্রীর ভাইয়ের মনোনয়ন বাতিল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দুর্জয়ের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। বুধবার (১৫ মে) নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। ইসি সূত্রে জানা গেছে, বার বার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশন জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। জামিল হাসান ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণবিধি ভাঙার দায়ে ২১ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ পান জামিল হাসান। পরে ক্ষমা চেয়ে পার পান তিনি। প্রতীক বরাদ্দের আগে জনসভা করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আবারও ৭ মে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার মুখে পড়েন তিনি। এরপর আবারও অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়ার চেষ্টা করলে সরকারি দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের বাধা প্রদানসহ হুমকি দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব বিষয় উল্লেখ করে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জামিল হাসানকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। গেলো সোমবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে ইসিতে তলব করা হয়। চিঠিতে বুধবার (১৫ মে) দুপুর ১২টায় তাকে নির্বাচন ভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতিমন্ত্রীর | ভাইয়ের | মনোনয়ন | বাতিল