আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় আরও ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

গেলো ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং ঢাকার বাইরে ২০ জন চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার (৮ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট তিন হাজার ২৬৩ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে ৫২৭ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৮৮৮ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৪৪৫ জন ও ঢাকার বাইরে ৪৪৩ জন।

প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

 

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | আরও | ৭৯ | ডেঙ্গু | রোগী | হাসপাতালে