ক্রিকেট

লামিচানে খেলতে পারেন, বাঁধা নেই আইসিসি'র

লামিচানে খেলতে পারেন, বাঁধা নেই আইসিসি'র
নেপাল ক্রিকেটার সন্দীপ লামিচানে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এমন এক সিদ্ধান্ত জানানো হয়েছে। সম্প্রতি নেপালের পাতান হাইকোর্ট লামিচানেকে ধর্ষণ মামলা থেকে খালাস দিয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে লামিচানে'কে যুক্ত করতে নেপালের আর কোনো বাঁধা নেই। নেপালের আলোচিত ক্রিকেটার লামিচানে। ২০২২ সালে ১৮ বছরের এক তরুণী ধর্ষণের অভিযোগ আনা হয় তার উপর। এরপর মামলা থেকে কারাগারেও যেতে হয়েছে তাকে। চলতি বছরের শুরুতে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয় লামিচানেকে। তবে নতুন করে পাতান হাইকোর্ট এই ক্রিকেটারকে খালাসের সিদ্ধান্ত জানায় গত ১৫ মে। ইতোমধ্যে নেপাল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে এখনো সুযোগ আছে বদল করার। ফলে ধারণা করা যাচ্ছে শেষ মুহূর্তে লামিচানে স্কোয়াডে ঢুকে যেতে পারেন। যেহেতু আইসিসি থেকেও আর কোনো বাঁধা নেই এই ক্রিকেটারের ক্ষেত্রে। নেপালের হয়ে ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লামিচানে। যেখানে ৯৮ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৪ মে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ-যাত্রা শুরু করবে নেপাল।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন লামিচানে | খেলতে | পারেন | বাঁধা | নেই | আইসিসির