আর্কাইভ থেকে বাংলাদেশ

তামিমদের জরিমানা

তামিমদের জরিমানা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হলো বাংলাদেশ দলকে। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো দলটির ক্রিকেটারদের।

আজ মঙ্গলবার (০৯ আগস্ট)  আইসিসি এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির কথা জানায়। হারারেতে গেলো রোববার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

২৯০ রানের পুঁজি গড়ে ম্যাচটি ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের তিতা স্বাদ পায় তারা।

একই মাঠে বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমদের | জরিমানা