খেলাধুলা

আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেলেন আলজারি জোসেফ

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় এই সাজা পেয়েছেন জোসেফ। এছাড়াও তার নামের পাশে ১ টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার আগের ঘটনা। বাংলাদেশ দল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলা শুরু হওয়ার আগে স্পাইকসহ জুতা পরে উইকেটের ওপরে যান জোসেফ।

ম্যাচের দায়িত্বে থাকা ফোর্থ আম্পায়ার জোসেফকে উইকেটের ওপরে যেতে নিষেধ করেন। সেসময় এই ক্রিকেটার আম্পায়ারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান, বাজেভাবে কথা বলেন। যা আইসিসির আচরণবিধি লেভেল-১ ধারা ভঙ্গের অপরাধ।

এই ঘটনায় ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেন জোসেফ। ফলে পরবর্তীতে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ | আলজারি জোসেফ | আইসিসি