বিনোদন

বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বড়পর্দায় ফেরার পাশাপাশি আরেকটি সুখবর দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়ক। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। 

বিয়ের প্রসঙ্গে বাপ্পী জানিয়েছেন, ‘নিশ্চিত, আগামী বছর বিয়ে করব। পরিবারের পছন্দে বিয়েটা করব। তাদের পরিকল্পনা আছে, বলেছে মার্চ-এপ্রিলে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি।’

এদিকে চলতি বছরের ১৩ ডিসেম্বর বেলাল সানি পরিচালিত সিনেমা ‘ডেঞ্জার জোন’ মুক্তি পেতে চলছে। সিনেমায় চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। 

বড়পর্দায় দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ‘আমি যে ধরনের কাজ করতে চাইছি, সে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি না। তাই অপেক্ষা করছি। পরিকল্পনা চলছে। আমার আসলে থ্রিলার ধাঁচের ছবিতে আগ্রহ বেশি।’

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন দীর্ঘ বিরতি | বাপ্পী চৌধুরী