ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে সৈকত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে সৈকত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (পুরুষ) এর আগে কোনো বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করেনি। এবার প্রথমবারের মতো শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাও একেবারে উদ্বোধনী দিনে। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে ইবনে শহীদ সৈকতকে। কিছুদিন আগেই আইসিসি এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ৫ টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে নারী বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দিবারাত্রির টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত। উদ্বোধনী ম্যাচ বাদেও গ্রুপ পর্বে আরো ৩ ম্যাচের দায়িত্বে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। এছাড়াও তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবেও ম্যাচ পরিচালনার ক্ষেত্রে থাকবেন তিনি। উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচে সৈকতের সাথে অন ফিল্ডে থাকবেন রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবে স্যাম নাগাজসকিকে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ল্যাংটন রাসের। ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে রিচি রিচার্ডসনকে। আগামী ২ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় যুক্তরাষ্ট্রের ডালাসে উদ্বোধনী ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ও কানাডা।   যে ম্যাচগুলোর দায়িত্বে থাকবেন সৈকত অন ফিল্ড আম্পায়ার: ৮ জুন; নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ১৩ জুন; যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ, ১৫ জুন; ভারত-কানাডা ম্যাচ তৃতীয় আম্পায়ার: ৪ জুন; নেদারল্যান্ডস-নেপাল ম্যাচ, ১৬ জুন; পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ চতুর্থ আম্পায়ার: ৯ জুন; ভারত-পাকিস্তান ম্যাচ   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপের | উদ্বোধনী | ম্যাচে | আম্পায়ারের | দায়িত্বে | সৈকত