আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বড় দলকে পরাজিত করার ইতিহাস ছিল না যুক্তরাষ্ট্রের। যা মঙ্গলবারের (২১ মে) ম্যাচ শেষে হয়ে গেল। বাংলাদেশকে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রেইরি ভিউ স্টেডিয়ামে সেটা এক ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্য। যা অলরাউন্ডার হারমিত সিংয়ের কথাতেও স্পষ্ট হয়ে যায়।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। অবস্থানটা ১৯তম স্থানে। পূর্ণ সদস্যের দেশ হিসেবে বাংলাদেশকে হারানো তাদের জন্য দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা।
হারমিতের ১৩ বলে ৩৩ রানের ইনিংস কার্যকরী ছিল বাংলাদেশের বিপক্ষে। এই অলরাউন্ডার প্রথম ম্যাচটি নিয়ে নিজের নানা বিশ্লেষণ জানিয়েছেন। পাশাপাশি আনন্দের অভিব্যক্তিও প্রকাশ পেয়েছে তার কথার মধ্য দিয়ে।
হারমিত জানান, "আপনি সবসময় এমন বড় দলের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ পাবেন না, প্রতিদিন আসবে না।"
"ছেলেরা যেভাবে অনুশীলন করেছে, এটা সবার ব্যক্তিগত দিক থেকে আসা প্রচেষ্টা। বাংলাদেশের বিপক্ষে এমন খেলা দেখানো, অনেক বড় ব্যাপার।"
এই অলরাউন্ডার আরো বলেছেন, "আমি ছেলেদের ম্যাচের আগে বলেছি, বাংলাদেশ দল কাগজে-কলমে ভালো কিন্তু আমরা যদি লড়াই না করি, এটা ভালো কোনো বার্তা দেবে না।"
"আমরা উইকেট সম্পর্কে জানি, এটা আমাদের ঘরের কন্ডিশন। আমরা এই মাঠ সম্পর্কে সবই জানি। এটা টি-টোয়েন্টি সংস্করণ। কয়েকটা ধাক্কা দেওয়া, আমরা তাদের পাওয়ারপ্লেতে থাকতে দিইনি।"
আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯ ঘটিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।
এম/এইচ