ক্রিকেট

দর্শক, আপনি কি আর উৎসাহ খুঁজে পান!

দর্শক, আপনি কি আর উৎসাহ খুঁজে পান!
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে যুক্তরাষ্ট্র। এমন দিনের দেখা পাবে টাইগাররা, তা আসলে ভাবার কথা নয় কারও। তবে বাংলাদেশি সমর্থকরা এখন অনেকটা প্রস্তুত হয়ে থাকে। এমন অনাকাঙ্ক্ষিত সময় আসতে পারে তাদের কাছে, যেন এটাই এখন নিয়তি। তবুও মানতে কষ্ট হয়। যে উত্থানের স্বপ্ন দেখা হয়েছে এই দেশের ক্রিকেট নিয়ে, তা কী কোনো ‘মিথ’- এমন সন্দেহ জাগার উপলক্ষ তৈরি করে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ম্যাচ দেখার জন্য সমর্থকরা অনেক কষ্ট করেন। মিরপুরের প্রতিটি জায়গা তার প্রমাণ। শুধু মিরপুরই বা কেন, এখন যে ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচ দেওয়ার চর্চা দেখা যায়- সেখানেও তো একই চিত্র। টিকিট সংগ্রহ থেকে শুরু করে মাঠে বসে খেলা দেখা, সবকিছুতেই সংগ্রাম থাকে দর্শকদের। দীর্ঘ সময় আশা নিয়ে স্টেডিয়ামে বসে থাকে এদেশের মানুষ, তারা ক্ষুধার্ত হয়- কিন্তু তাদের খাবারের ব্যবস্থাও কী খুব সম্মানের সাথে করতে পারে ক্রিকেট বোর্ড? দাম দেখেই হতাশ হতে হয়। তবুও খুব বেশি অভিযোগ নেই তাদের। এই দর্শকেরা চায় শুধু বাংলাদেশের একটি জয়। তাতেই সকল কষ্ট, সারাদিনের সকল ক্লান্তি দূর হয়ে যায় তাদের। তবে এখানেই সবচেয়ে বড় ‘আইরনি’ মেনে নিতে হয় বোধহয়। তোমার ভালোবাসা আছে কিন্তু প্রাপ্তি নেই। প্রাপ্তির পাতা দিয়ে ভরে যাবে এদেশের ক্রিকেট, এমন ভাবনাও তো নেই। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিছু কিছু জয়, দলের পরিবেশ- সবকিছু দেখে একটা মানসিক শান্তি পাওয়ার বিষয় আছে। সেখানেও ‘মিসিং’- তবে এত মানুষ এদেশে, তাদের ভালোবাসা- সবকিছু নিয়ে তারা কোথায় যাবে? এখন অনেকেই ছেড়ে যাচ্ছে। আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালে অনেককিছুই স্পষ্ট হয়ে যায়। মানুষ খেলা দেখা কমিয়ে দিচ্ছে। সাধারণ কিছু বিশ্বাস আর ভরসা নিয়ে তারা তাকিয়ে থাকতো, সেই জায়গা বারবার নোংরা হচ্ছে। সবকিছু ভুলে গিয়ে আবারও টেলিভিশনের সামনে যেয়ে বসার যে আয়োজন, সেটিও যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। বাংলাদেশ সেখানে অংশ নেবে। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে। যা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। এমনই কথা ছিল সব। সেখানে সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হারের পর, দ্বিতীয় ম্যাচে ৬ রানে পরাজিত হয় নাজমুল হোসেন শান্ত’র দল। আর একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি আগ্রহ থাকার কথা নয় বাংলাদেশি সমর্থকদের। সবকিছু এমন মলিন হয়ে গেল বিশ্বকাপ শুরুর আগেই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে এই দল আবার কীভাবে নিজেদের সামলিয়ে উঠবে- তা এক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহও কী পাচ্ছে বাংলাদেশি সমর্থকেরা? নাকি সব উৎসাহ হারিয়ে বসেছে তারা!

এ সম্পর্কিত আরও পড়ুন দর্শক | আপনি | আর | উৎসাহ | খুঁজে | পান