আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি যুবরাজ সিং, ক্রিস গেইল, উসাইন বোল্টদের সাথে যোগ দিয়েছেন। তারা ইতোমধ্যে বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়েছেন। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। সেবার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৪ টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। যেখানে সংগ্রহ করেছেন ৫৪৬ রান। তার গড় ছিল ১৮.৮২, শিকার করেছেন ৩৯ টি উইকেট। তিনি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন। সেই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।
অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর নিজ অভিব্যক্তি জানান আফ্রিদি, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ের খুব কাছাকাছি। প্রথম আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার পর ২০০৯ সালে ট্রফি উঁচিয়ে ধরা। আমার ক্যারিয়ারের প্রিয় কিছু সময় এই জায়গায় কেটেছে।“
আফ্রিদি আরও জানিয়েছেন, তিনি আগামী ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য বেশ অপেক্ষা নিয়ে অপেক্ষা করছে।
এম/এইচ