আজ পর্দা নামতে চলেছে বিশ্বের অন্যতম প্রাচীন আর জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। ১৪ মে থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামছে শনিবার (২৫ মে)। এই উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর দেখানো হলো কোনো ভারতীয় সিনেমা!
বৃহস্পতিবার (২৩ মে) উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিলো ভারতীয় সেই সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী। পায়েল কাপাডিয়া পরিচালিত সিনেমাটির নাম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
প্রদর্শনীতে নির্মাতাসহ উপস্থিত ছিলেন সিনেমার চার অভিনয়শিল্পী। পায়েল কাপাডিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এটি। এরআগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১৯ সালে ১৫ তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেন পায়েল। সেবছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ‘এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রর পুরস্কার পান তিনি।
কানের জৌলুসময় উৎসবে এবার প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি সিনেমা। পায়েলের ছবিটি ছাড়াও আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো বিশ্বখ্যাত নির্মাতার ছবিও আছে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর প্রতিযোগিতা বিভাগে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস তৈরি করল পায়েলের এই ছবি। সেই সাথে কোনো নারী নির্মাতা হিসেবে কারে মূল প্রতিযোগিতায় প্রথম পা রাখলেন পায়েল।
এদিকে, কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’। ‘দ্য শেমলেস’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন ভারতের অনসূয়া সেনগুপ্ত। শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
আজ স্বর্ণপাম বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের।
এসআই/