বিনোদন

গরুর হাটে শিল্পীদের চাকরির সংবাদে বিব্রত ডিপজল-মিশা

গরুর হাটে শিল্পীদের চাকরির সংবাদে বিব্রত ডিপজল-মিশা
চলচ্চিত্র শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল, এমন একটি বক্তব্য মিশা সওদাগরের মুখে শোনার পর থেকে বেশ সমালোচনার মুখে পড়েছেন শিল্পী সমিতির বর্তমান সাধারন সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ও সভাপতি মিশা সওদাগর। তবে এই বিষয়টি একেবারেই অবান্তর বলে উল্লেখ করেছেন এই দুই অভিনেতা। বিষয়টি নিয়ে ডিপজলের সাথে যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ কথা আমি কেন বলব! একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর।’ ডিপজল আরো বলেন, ‘আমি খুবই মর্মাহত হয়েছি, আমার বরাত দিয়ে যে কথা বলা হয়েছে। যারা এ কথা বলেছে, এর দায় তাদের। এখন সিনেমায় কাজ কমে যাওয়ায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। তার মানে এই নয়, তিনি শিল্পীসত্তা বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হতে চান। সিনেমার মাধ্যমেই এই মর্যাদা ধরে রাখতে চান।’ এদিকে শুক্রবার (২৪ মে) মিশা জানান, এমন মন্তব্য দিয়ে তিনি কোনো মিডিয়া বা সাংবাদিককে ইন্টারভিউ দেননি। তাই তার অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি। মিশা সওদাগর আরো বলেন, ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে, সব পরিবারে তাই হয়। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। ‘টেবিল টক’ কী করে সংবাদে চলে আসতে পারে? তবে মিশার সেই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ইতোমধ্যে একটি ইউটিউব চ্যানেলেও দেখা গেছে। চারদিন আগে পোস্ট করা সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন গরুর | হাটে | শিল্পীদের | চাকরির | সংবাদে | বিব্রত | ডিপজলমিশা