ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিকবাহী বাসের সংঘর্ষে আহত আরমান (১৯) মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।
তিনি জানান, উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেন-বাসের দুর্ঘটনায় আরমান নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের কাছে দাফনের জন্য ২০ হাজার টাকা হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গেলো ২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে প্রিয়া নামে এক নারী শ্রমিক এবং হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জন নিহত হয়েছে।
তাসনিয়া রহমান