আইন-বিচার

বেনজীর আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক

বেনজীর আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক
প্রয়োজন মনে করলে আদালতে বেনজীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তবে সেটি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বললেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান। গেলো সোমবার (২৭ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের এ আইনজীবী। মো. খুরশীদ আলম খান বলেন, পূর্বে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে আবার দুদকের আবেদনে ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এর আগে বেনজীর আহমেদের আইনজীবী জানান, কারও সম্পদ ক্রোক বা অ্যাকাউন্ট জব্দ করার আগে তাঁকে শোকজ নোটিশ দিতে হয়; কিন্তু সেটি হয়নি। তাই ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।’ তিনি আরও বলেন,  তাঁর আয়ের সঙ্গে সম্পদ অসংগতিপূর্ণ। কিন্তু কীভাবে সম্পদ অর্জন করেছেন, সে ব্যাপারে বেনজীর আহমেদের ব্যাখ্যা থাকতে পারে। শিঘ্রই আদালতকে বিষয়টি জানানো হবে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বেনজীর | আহমেদের | বিদেশ | যাত্রায় | নিষেধাজ্ঞা | চাইবে | দুদক