বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন সিলেট, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন সিলেট, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক
উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমেল স্থল নিম্নচাপে পরিণত হয়ে এখন সিলেটে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ মে সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয় সিলেটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তা অব্যাহত ছিলো। মঙ্গলবার (২৮ মে) সিলেটে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির। এ প্রকৌশলী জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ঝড়ে বিদ্যুৎ সরবরাহের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে। মঙ্গলবার সিলেট বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের চাহিদা ছিল ১৯৫ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুতের সরবরাহ ছিল মাত্র ৭৫ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সিলেট বিভাগে গ্রাহক আছেন প্রায় সাড়ে ৭ লাখ। স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির কারণে নগরের অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ারও খবর পাওয়া গেছে। জরুরি প্রয়োজন ছাড়া তাঁরা কেউ ঘর থেকে বের হননি। তবে চাকরিজীবীদের ভোগান্তি মাথায় নিয়েই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে হয়েছে। অন্যদিকে স্কুল-কলেজ খোলা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। তবে পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থীকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ে যেতে দেখা গেছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঘূর্ণিঝড়ের | প্রভাবে | বিদ্যুৎহীন | সিলেট | ব্যাহত | মোবাইল | নেটওয়ার্ক