দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় একজন আহত হয়েছেন। বুধবার (২৯ মে) বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার। নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)। বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া। দুর্ঘটনায় বালিয়া এলাকার মো. সাজু (৪০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন রাজশাহী শিরোইল স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে হঠাৎ করে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেল লাইনের ওপর উঠে যায়। কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর বাকি আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকেও মৃত ঘোষণা করেন। ওসি গোপাল কুমার বলেন, দুর্ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনের | ধাক্কায় | প্রাণ | অটোরিকশার | ২ | যাত্রীর