রাজধানীর মাতুয়াইলের একটি টিনশেডে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় টিনশেড কারখানাটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।
খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।
এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
তাসনিয়া রহমান