ফুটবল

সাবেকদের দাবি, অভিযুক্ত বাফুফে কর্মকর্তাদের অপসারণ

সাবেকদের দাবি, অভিযুক্ত বাফুফে কর্মকর্তাদের অপসারণ
বাংলাদেশের ফুটবলে নানা ঘটনা থেকে থেকে চলছেই। সেসব ঘটনা আসলে গৌরবের কিছু নয়। বরং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দায়িত্বরত কিছু কর্মকর্তার অপসারণ দাবি নতুন ঘটনা। খুব সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে জরিমানার আওতায় পড়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সহ ৫ জন কর্মকর্তা। তাদেরকে ফুটবল বোর্ডে চাচ্ছেন না সাবেকরা। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে এর আগে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এবার তার সেই নিষেধাজ্ঞা বাড়িয়েছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। দুর্নীতি ও অর্থ সংক্রান্ত বিষয়ে বাফুফে কর্মকর্তাদের উপর জরিমানা আরোপ করা হয়। দেশের ফুটবলে কোনো ভালো বার্তা দেয় না এসব ঘটনা। আজ (বৃহস্পতিবার) ‘ঘোর অমানিশায় দেশের ফুটবল–দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তাদের অপসারণ চাই’- এই স্লোগানের ব্যানার নিয়ে সাবেক ফুটবলাররা জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। যেখানে সাবেক ফুটবলার আব্দুল গাফফার ছিলেন মূল আয়োজক। সংবাদ সম্মেলন সঞ্চালনার কাজটিও তিনি করেন। এখানে আরও উপস্থিত ছিলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শামসুল আলম মঞ্জু, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবু ইউসুফ, মো. সুলতান, কাজী আনোয়ার, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আরমান মিয়া ও বিপ্লব ভট্টাচার্য্য। উপস্থিত সকলে অভিযুক্ত বাফুফে কর্মকর্তাদের ব্যর্থতাকে তুলে ধরেন। পাশাপাশি বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিনকেও দায়ী করেছেন তারা। সভাপতি হিসেবে এই দায় তার উপর অনেকটাই বর্তায় বলে মনে করেন উপস্থিত সকলে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেকদের | দাবি | অভিযুক্ত | বাফুফে | কর্মকর্তাদের | অপসারণ