আন্তর্জাতিক

পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ পাকিস্তানি মন্ত্রীর

পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ পাকিস্তানি মন্ত্রীর
রাজনৈতিক অস্থিরতা এড়াতে ইমরান খানকে মুখ বন্ধ রাখতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ১৯৭১ সালের পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরান খানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দেয়ার পরপরই এই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর- জিও নিউজ  বার্তায় বলা হয়, প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া খান না কি শেখ মুজিবুর রহমান, তা জানার জন্য প্রত্যেক পাকিস্তানির উচিত হামুদ উর রহমান কমিশনের প্রতিবেদনটি পড়া। ১৯৭১ সালে যৌথ বাহিনীর হাতে পরাজিত হয় পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী। আর পূর্ব পাকিস্তান হারানোর পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদ উর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে পাকিস্তানের তৎকালীন সরকার। কমিশনের মূল দায়িত্ব ছিল, কেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হলো এবং এই যুদ্ধ হলো, তার কারণ খুঁজে বের করা। হামুদ উর রহমানের নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমাও দিয়েছিলেন। তবে  সেনাবাহিনীর আপত্তির কারণে জনসম্মুখে প্রকাশ পায়নি সেই প্রতিবেদন। ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে বন্দী রয়েছেন ইমরান খান। ফলে কারাগারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নেই। জানা গেছে, ইমরানের এক্স একাউন্টটি বর্তমানে পরিচালনা করছেন তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম। এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানবাংলাদেশ | যুদ্ধ | নিয়ে | ইমরানকে | মুখ | বন্ধ | রাখার | পরামর্শ | পাকিস্তানি | মন্ত্রীর