আন্তর্জাতিক

ভারতে নির্বাচন শেষ, এবার ভোট গণনা   

ভারতে নির্বাচন শেষ, এবার ভোট গণনা   
অবশেষে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সাত দফায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের শেষ দফায় শনিবার দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে নেওয়া হয় ভোট। এদিন পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা আসনে ভোট হয়েছে। আর এর মধ্যে দিয়েই ভারতের ৫৪৩টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হলো। এ দফায় ভারতজুড়ে ভাগ্য নির্ধারণ হয় ৯০৪ জন প্রার্থীর। এর মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের অজয় রাই। আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা। সেক্ষেত্রে স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয় বার দীর্ঘদিন ধরে (৪৪ দিন) চললো এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ১৯৫১-৫২ সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলে প্রায় চার মাস ধরে। ১৯৮০ সালে সবচেয়ে কম সময়ে ভোট প্রক্রিয়া শেষ হয়। সেসসময় মাত্র ৪ দিন ধরে চলে ওই ভোট গ্রহণ প্রক্রিয়া। এনএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | নির্বাচন | শেষ | এবার | ভোট | গণনা |