ক্রিকেট

বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য

বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে ভারতীয় দলে খেলছেন না ভিরাট কোহলি। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মার দল আক্রমণ করেই খেলেছে। যতক্ষণ যে ব্যাটার মাঠে ছিলেন বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতেই দেখা গেছে। দলের পক্ষে রিশাব পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান। বাকি ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৩ রান, সুরিয়াকুমার যাদব ৩১ রান, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করেন। শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি ১৪ রানে আউট হয়েছেন। সানজু স্যামসনের ব্যাটে এসেছে মাত্র ১ রান। বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সামনে | ১৮৩ | রানের | লক্ষ্য