বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। তাঁকে হত্যার জন্য একের পর এক ভয়াবহ পরিকল্পনা করছে দুর্বৃত্তরা। এবার বেরিয়ে এলো হত্যা পরিকল্পনা নিয়ে ভয়ানক তথ্য।
গেল ১৪ এপ্রিল সালমানের অ্যাপার্টমেন্টে গুলির পর গুজরাট থেকে ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে দুজনকে আটক করা হয়। এরপর ২৬ এপ্রিল ধরা হয় অনুজ থাপান এবং অজ্ঞাত আরেকজনকে। এই চারজনের মধ্যে অনুজ থাপানের মৃত্যু হয় পুলিশ হেফাজতে।
এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এরআগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে একে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে ওই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের ওপর নজর রাখছিল। এই নায়কের ওপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল।
জানা গেছে, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণকে গুলি করেন এই অভিনেতা।
এই কৃষ্ণসার হরিণকেই দেবতা রূপে পুজা করে বিষ্ণোই গ্যাং। এরপর থেকেই সালমানকে হত্যার জন্য একের পর এক পরিকল্পনা করছে এই গ্যাং।
এসআই/