অপরাধ

বেনজীর আহমেদের বিদেশে থাকা সম্পদের খোঁজ করতে তিন দেশে চিঠি

বেনজীর আহমেদের বিদেশে থাকা সম্পদের খোঁজ করতে তিন দেশে চিঠি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের খোঁজ করতে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, (বিএফআইইউ)। চাকরিরত অবস্থায় প্রভাব ও ক্ষমতা খাটিয়ে অর্জন করা বিপুল সম্পদের সঙ্গে নগদ অর্থ সঞ্চিত রাখতে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবের খোঁজও নিচ্ছে বিএফআইইউ। যুক্তরাষ্ট্র ও কানাডায় নাগরিকত্ব না পেয়েও , ওই দুই দেশে অর্থ পাচার করে ব্যবসা ও অন্যান্য সম্পদ গড়েছেন বেনজীর আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে সেসব দেশে প্রয়োজনীয় তথ্য প্রমাণ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল নগরী  হিসেবে পরিচিত দুবাইয়েও অর্থ পাচার করে ব্যবসা গড়েছেন বেনজীর আহমেদ। তার নিয়োজিত একাধিক ব্যক্তি দুবাইয়ের ওইসব ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন। দুবাইয়ে তার পাঁচ বছরের আবাসিক ভিসার আওতায় মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে। বেনজীর আহমেদের পরিবারে স্ত্রী জীশান মির্জা এবং দুই মেয়ে যথাক্রমে ফারহিন রিশতা ও তাহসিন রাইসা । তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে মোট ৩৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। কিন্তু ওইসব ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ জানতে পারেনি বিএফআইইউ। ধারণা করা হচ্ছে ওইসব ব্যাংক হিসাবে থাকা নগদ অর্থ আগেভাগেই সরিয়ে ফেলা হয়েছে । তবে এসব ব্যাংক হিসাবের কোনোটিতেই উল্লেখ করার মতো নগদ অর্থ না থাকাটাকেও অস্বাভাবিক মনে করা হচ্ছে। সেজন্যই বিএফআইইউ তাদের অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর হঠাৎ করেই গা ঢাকা দিয়েছেন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা। দুর্নীতি দমন কমিশন আগামী ৬ জুন বেনজীর আহমেকে ও ৯ জুন ও তার পরিবারের সদস্যদেরকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে। গেলো ২৩ মে উচ্চ আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ করার আদেশ দেয়। একই দিন তাদের ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি ক্রোকেরও আদেশ দেয়া হয়। এরপর পুনরায় গেলো ২৬ মে বেনজীরের পরিবারের সদস্যদের নামে থাকা ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত।  

এ সম্পর্কিত আরও পড়ুন বেনজীর | আহমেদের | বিদেশে | থাকা | সম্পদের | খোঁজ | করতে | তিন | দেশে | চিঠি