দেশজুড়ে

দুই প্রার্থীর সমর্থকের সংঘর্ষ, আহত এক

দুই প্রার্থীর সমর্থকের সংঘর্ষ, আহত এক
যশোর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলায় অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে শহরের জিলা স্কুল ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সাত্তার (৪৫) চাচড়া ডালমিল এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। আহতের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে জিলা স্কুলে ভোট দিতে আসার সময় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আমার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করে। ভোট সংক্রান্ত বিষয় নিয়ে সেলিমের সঙ্গে আমার বিরোধ ছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটে। ওসি আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রের ভেতরে কোন গোলযোগ হয়নি। বাইরে হয়েছে এমন তথ্য পেয়েছি। ফোর্স পাঠানো হয়েছে। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | প্রার্থীর | সমর্থকের | সংঘর্ষ | আহত | এক