ক্রিকেট

জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ওমানের বিপক্ষে ৩৯ রানের জয় নিশ্চিত করেছে দলটি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওমান। ওমানের জন্য এটি ছিল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচেই হারের স্বাদ পেতে হলো তাদের। ব্রিজটাউনে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। অস্ট্রেলিয়ার দেওউয়া ১৬৫ রানের লক্ষ্যমাত্রা পরে তাড়া করতে গিয়ে খুব বেশি সুবিধা করে নিতে পারেনি। ওমানের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ ছিল বলতে হয়। অধিনায়ক আকিব ইলিয়াস কেবল তিন নেমে ১৮ বলে ১৮ রান সংগ্রহ করেন। লেট অর্ডারে গিয়ে কিছু রান অবশ্য যোগ হয়। আয়ান খানের ব্যাটে ৩০ বলে ৩৬ রানের ইনিংস আসে। অন্যদিকে মেহরান খান খেলেন ১৬ বলে ২৭ রানের একটি ইনিংস। যা কিছুটা ব্যবধান কমাতে সহায়তা করেছে কেবল। অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে মার্কাস স্টইনিস সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন। মিচেল স্টার্ক, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২ টি করে উইকেট নিয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের কাছ থেকে ফিফটি পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করেন। ট্রাভিস হেড, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটে সুবিধা করে উঠতে পারেননি। স্টইনিস খেলেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। যেখানে আসে ২ টি চার এবং ৬ টি ছয়ের মার। ওমানের বোলারদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মেহরান খান। এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জয় | দিয়ে | বিশ্বকাপ | শুরু | অস্ট্রেলিয়ার