আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোরে হাইওয়ে পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

নাটোরে হাইওয়ে পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

মাস্ক পড়ার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ এই স্লোগানে নাটোরের বড়াইগ্রামে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে বাস-ট্রাকের ড্রাইভার ও যাত্রীদের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

করোনাভাইরাসের সংক্রমনরোধে জনসাধারনের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম এস আই সানোয়ার হোসেন, এটিএসআই গোলাম মাসুম, সার্জেন্ট ইসরাফিল, জাতীয় শ্রমিক লীগের বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি মোস্তফা বেপারী সহ পুলিশের সদস্যরা।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ একযোগে সারাদেশে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় আমরাও এই মাস্ক ও লিফলেট বিতরণ করছি যাতে করে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নাটোরে | হাইওয়ে | পুলিশের | উদ্যোগে | মাস্ক | ও | লিফলেট | বিতরণ