অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণ ছাড়া সরকার বাজেট দিতে পারেনি : মেনন

আইএমএফের শর্ত পূরণ ছাড়া সরকার বাজেট দিতে পারেনি : মেনন
আমরা জানি— আইএমএফের শর্ত পূরণ ছাড়া এই বাজেট সরকার দিতে পারেনি। আইএমএফের প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে বিস্তারিত নেই। বললেন,  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন রাশেদ খান মেনন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, তিনি এই বাজেট দেখে খুব একটা আশাবাদী হন নি। বর্তমান যে বাস্তবতা,সেই বাস্তবতায় সংকট নিরসনে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কী আছে তিনি জানেন না। তিনি বলেন, বাজেটে এমন কোনো সাহসী পদক্ষেপ তাঁরা দেখেন নি, যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে— যেমন দুর্নীতির প্রশ্নে আলোচনাই এর মধ্যে আসেনি। অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এ বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি। মেনন বলেন, তাঁর কাছে মনে হচ্ছে দায়টা জনগণের ওপর রেখে দেয়া হয়েছে। জনগণ নিজেরা সমাধান করুক, এ ধরনের একটা জায়গায় রয়ে গেছে বাজেট। তাঁর কাছে মনে হয়েছে অতীতের ধারাবাহিকতার সঙ্গে এবারের বাজেটের পার্থক্য খুব একটা নেই। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আইএমএফের | শর্ত | পূরণ | ছাড়া | সরকার | বাজেট | পারেনি | | মেনন