ক্রিকেট

কোহলি ও রোহিত থেকে বাবরকে চাপ শিখতে বললেন লতিফ

কোহলি ও রোহিত থেকে বাবরকে চাপ শিখতে বললেন লতিফ
ভিরাট কোহলি, রোহিত শর্মা- তাদের থেকে অনেক খেলোয়াড়েরা নিজেদের জ্ঞান সমৃদ্ধ করে থাকে। বাবর তো নিজ মুখেই বলেছেন। তিনি কোহলির কাছ থেকে অনেক কিছু শেখেন। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ নতুন করে বাবরকে এটি স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন। কোহলি ও রোহিতের কাছ থেকে চাপ সামলানো শিখতে বলেছেন তিনি। আগামী ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। ম্যাচটি সামনে রেখে সাবেক ক্রিকেটার লতিফ বলেন, '৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে নজর থাকবে। বাবর বিশ্বকাপে পারফর্ম করার চেয়ে অনেক বেশি চাপে থাকবে, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ।' লতিফ আরও যোগ করেন, 'কিন্তু তাকে চাপ নেওয়া শিখতে হবে। তাকে ভিরাট ও রোহিত থেকে শিখতে হবে। তারা জানে ম্যাচ কীভাবে এগিয়ে নিতে হয়। ব্যাটার হিসেবে বাবর অন্যতম সেরা কিন্তু একজন অধিনায়ক ও নেতা হিসেবে, তার অনেক কিছু শেখার আছে।' নিউইয়র্কের মাঠে খেলা নিয়ে নানা আলোচনা উঠছে ইতোমধ্যে। মাঠে এখন পর্যন্ত যে দুইটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, সেগুলোতে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল খুব অল্প। মাঠ ও পিচ নিয়ে ক্রিকেট বোদ্ধারা করছেন নানা সমালোচনা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কোহলি | ও | রোহিত | বাবরকে | চাপ | শিখতে | লতিফ