মন খারাপ তো দুই দলেরই। দুই দলই মুখিয়ে আছে নিজেদের ভালো দিন খোঁজার লক্ষ্য নিয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
সাকিব আল হাসান সেদিন একটু রসিকতাই করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মায়ের দোয়া ক্রিকেট দল’ হিসেবে বাংলাদেশকে নিয়ে রসিকতা করেন যেমন সমর্থকেরা। শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনের সময় আড্ডা দিতে দিতে সে কথাই তুললেন বাংলাদেশি অলরাউন্ডার। যা নিয়ে হাসির রোল পড়েছিল উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে। তবে সাকিবের এই রসিকতার আড়ালেও কিছুটা 'ক্লান্তি' উঁকি দেয় বোধহয়।
বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও, শ্রীলঙ্কা খেলবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা, তার আগে প্রস্তুতি ম্যাচ হেরেছে নেদারল্যান্ডসের সাথে। আর বিশ্বকাপের আগে বাংলাদেশ দল সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও ভালো করেনি ভারতের বিপক্ষে, পেয়েছে হারের স্বাদ।
সবমিলিয়ে অভিযান শুরুর আগে, সেনানীদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ যেন আলাদা উত্তেজনা ছড়ায় সবসময়। ‘রাইভালরি’ কথাটা যুক্ত হয়ে গেছে দুই দলের সাথে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির কথা স্মরণ করা যায় এখানে। যেখান থেকে 'নাগিন ড্যান্স' এর সাথে পরিচিত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। দুই দলের মাঠের সম্পর্কে নতুন করে ঘি ঢেলেছে ‘টাইম আউট’ বিতর্ক। যেখানে সবশেষ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ঘটনা তো সবারই জানা।
শেষ কয়েক বছর আলোচিত সব ঘটনা ঘটে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচগুলোতে। তাই যখন দুই দল ক্রিকেটের মাঠে মুখোমুখি হয়, আগ্রহ জাগে- নতুন কিছু হতে যাচ্ছে কি না।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ বারের দেখায়, শ্রীলঙ্কা জিতেছে ১১ টি ম্যাচ, বাংলাদেশ ৫ টিতে। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই’বারের দেখায় এক ম্যাচও জেতেনি বাংলাদেশ দল। সেই খরা কী কাটবে ২০২৪ বিশ্বকাপে এসে? পরের রাউন্ডে যেতে এমন অনেক খরাই যে কাটাতে হবে বাংলাদেশ দলকে।
এম/এইচ