আন্তর্জাতিক

কঙ্গনাকে থাপ্পড় মারা কনস্টেবলের সমর্থনে ভারতে কৃষক বিক্ষোভের ডাক

কঙ্গনাকে থাপ্পড় মারা কনস্টেবলের সমর্থনে ভারতে কৃষক বিক্ষোভের ডাক
বিজেপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দিল্লি যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য (সিআইএসএফ) কুলিন্দর কৌরের হাতে থাপ্পড় খান  কঙ্গনা রনৌত। ঘটনার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সেই পুলিশ সদস্য । খবর- ইন্ডিয়া টুডে এবার গ্রেপ্তার হওয়া কুলিন্দরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলন করে আসা একাধিক সংগঠন। আগামী রোববার (৯ জুন) নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের পরিকল্পনা করেছে তারা। কৃষক আন্দোলনকারী সংগঠনগুলো বলছে, কনস্টেবল কুলিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে তার বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক। উল্লেখ্য, বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় কঙ্গনার গালে কষিয়ে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া কুলিন্দরকে ইতোমধ্যে  চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন কঙ্গনাকে | থাপ্পড় | মারা | কনস্টেবলের | সমর্থনে | ভারতে | কৃষক | বিক্ষোভের | ডাক