আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ টি চা বাগানের শ্রমিকরা আজও আন্দোলনে

২৪ টি চা বাগানের শ্রমিকরা আজও আন্দোলনে

হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবীতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এ নিয়ে টানা ১৬ দিন ধরে কাজে যাচ্ছে না তারা। 

গেলো মঙ্গলবার (৯ আগস্ট) থেকে ৩০০ টাকা মজুরীর জন্য আন্দোলন শুরু করে চা বাগান শ্রমিকরা।

আজ বুধবার (২৪ আগস্ট) সকাল থেকেই দৈনিক ৩০০ টাকা মজুরি না পেলে কাজে যোগ দেবে না বলে আন্দোলন করছে সাধারণ শ্রমিকরা।

হবিগঞ্জের রশিদপুর বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা জানান, তারা কাজে যাওয়ার জন্য একসাথে জড়ো হয়েছে কিন্তু নেতাদের নির্দেশনা না পাওয়ায় কাজে যোগ দিচ্ছে না।

হবিগঞ্জের শ্রীবাড়ি বাগানের পঞ্চায়েত সভাপতি রঞ্জিত জানান, বেলা ১১টা পর্যন্ত কোনো শ্রমিক কাজে যায়নি। দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিবে তারা কাজে যাবে না আন্দোলনে যাবে।   

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | টি | চা | বাগানের | শ্রমিকরা | আজও | আন্দোলনে