দেশজুড়ে

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, চলছে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, চলছে অভিযান
নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে ঘিরে রেখে অভিযান চলায় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়ির চারপাশে অবস্থান নেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে এসে নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ গণমাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক আগে থেকেই এই বাড়িটির ওপর নজর রাখা হচ্ছিল। এখন পুলিশ এখানে অবস্থান নিয়েছে। ময়মনসিংহ থেকে এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা বাড়িটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে। কাইলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন জানান, বাড়িটির মালিক প্রফেসর আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। বছর তিনেক আগে বর্তমান বাসিন্দাদের কাছে বাড়িটি ভাড়া দেয়া হয়। তবে ভাড়া নেয়া ব্যক্তিদের এলাকার লোকজন কখনো দেখেননি। পুরো বাড়িটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন জঙ্গি | আস্তানা | সন্দেহে | বাড়ি | ঘিরে | রেখেছে | পুলিশ | চলছে | অভিযান