আর্কাইভ থেকে বাংলাদেশ

‘সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না’

‘সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না’

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের অনুমতির বিধান বাতিল করেছেন হাইকোর্ট।২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ এর (১) ধারার বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

আদালত বলেছেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারায় বলা হয়, ‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হবার পূর্বে,  তাকে গ্রেপ্তার করতে হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।’

তবে আইনের এ ধারা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে সুপ্রিম কোর্টের রিট করেন আইনজীবী সরোয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম। 

সে রিটের শুনানি নিয়ে গেলো বছরের ২৬ সেপ্টেম্বর ২০১৮ সালের ৪১ (১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং ধারাটি কেন সংবিধানের ২৬ (১) (২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারি | কর্মচারীদের | গ্রেপ্তারে | পূর্বানুমতি | লাগবে