আর্কাইভ থেকে দেশজুড়ে

নোয়াখালীতে গৃহবধূ হত্যায় যুবকের কারাদণ্ড

নোয়াখালীতে গৃহবধূ হত্যায় যুবকের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে গৃহবধূ ফারজানা আক্তার টুনি হত্যার ঘটনায় আবদুর রহিম জাবেদ প্রকাশ আরিফ নামের এক যুবককে (২৭) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২১ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ আদেশ প্রদান করেন।

সূত্রে জানা গেছে, চারুবানু গ্রামের আবদুল বাসেতের স্ত্রী ফারজানা আক্তার টুনির বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে আসামি আবদুর রহিম জাবেদের সাথে বিরোধের সৃষ্টি হয়। ২০১৫ সালে নারিকেল কুড়ানোকে কেন্দ্র জাবেদের সাথে টুনির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে জাবেদ ধারালো দা দিয়ে টুনিকে মাথায় একাধিক আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে টুনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন বাদী হয়ে ২০১৫ সালের ১৩ জুলাই আবদুর রহিম জাবেদকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রোববার আদালত ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামি আবদুর রহিম জাবেদকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালীতে | গৃহবধূ | হত্যায় | যুবকের | কারাদণ্ড