নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের স্কোর বোর্ড দেখাচ্ছে ১১৯ রান। অল আউট হওয়া দলটির প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানের নির্ভার হওয়ার কোনো সুযোগই ছিল না। ভারতীয় বোলাররা এই রান খুব শক্ত হাতে দমন করেছে। যেখানে সব বোলারদের ভূমিকা তো ছিলই, আর জাসপ্রীত বুমরাহ বরাবরের মতোই ‘ইম্প্যাক্ট’ ধরে রাখলেন। এই পেসারের প্রশংসা শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার মুখে।
রোহিত খুব বেশি কিছু বলতে চাইলেন না বুমরাহকে নিয়ে। বরং তার এই পারফরম্যান্স টুর্নামেন্ট জুড়ে ধরে রাখার প্রতি রাখলেন প্রত্যাশা। ব্যাটিংট তো খুব জুতসই হয়নি। সেখানে বোলারদের কাঁধে ছিল বড় দায়িত্ব। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমার মনে হয়েছে, ১৫-২০ রান কম ছিলাম। আমরা আলোচনা করছিলাম, এই ধরনের পিচে প্রতিটা রান কত গুরুত্বপূর্ণ। অবশ্য ভেবেছিলাম বোলারা পারবে এবং তারা আমাদের জন্য কাজটা করেছে।'
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলেছেন বুমরাহ। শেষ পর্যন্ত দারুণ ধারাবাহিকতা মেনে বল করেছেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। আর্শদ্বীপের জন্য শেষ ওভারে ১৮ রান ‘ডিফেন্ড’ করা অনেকখানি সহজ ছিল।
রোহিত বুমরাহ প্রসঙ্গে বলেন, 'বুমরাহ স্ট্রেংথ থেকে স্ট্রেংথ মেনে চলে। আমরা বছরের পর বছর দেখে আসছি, সে কী করতে পারে। আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই তার এই মানসিকতা থাকুক বিশ্বকাপের শেষ পর্যন্ত। বল হাতে সে একজন ‘জিনিয়াস, আমরা সেটা জানি। তবে অন্যদেরকেও টুপি খোলা অভিবাদন জানাই।'
আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে, পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ জিতে নিয়েছে ভারত। গ্রুপের উপরের দলটি এখন তারা। আর সুপার এইটে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে গেল এখন রোহিত শর্মাদের জন্য।
এম/এইচ